সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

‎আওয়ামী লীগের মুখে গণতন্ত্র শোভা পায় না, শেখ মুজিব নিজেও গণতন্ত্রকে কবর দিয়েছিলেন

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ ৩:৫১ pm


‎মানিকগঞ্জ প্রতিনিধি: ‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলে তিনি এই দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর নিজের হাতে গণতন্ত্রকে কবর দিয়েছিলেন।

‎আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিন একথা বলেন। মানিকগঞ্জের বিজয় মেলার মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎তিনি বলেন, শেখ মুজিবুর রহমান দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিল, সমস্ত খবরের কাগজ বন্ধ করে মাত্র চারটি খবরের কাগজ চালু রেখেছিলেন। আর তার কন্যা শেখ হাসিনা নিজেকে মনে করেন একজন বিচক্ষণ পিতার কন্যা, তিনি ক্ষমতায় এসে সকল বিরোধী দলের রাজনৈতিক মিটিং মিছিল সব বন্ধ করে দিলেন। জামায়াতে ইসলামীর ২-৩ জন কর্মী একসাথে বসে যদি চাও খেতেন। পুলিশ এসে ধরে নিয়ে নাশকতার ষড়যন্ত্রের মামলা দিয়ে দিতেন। এটাকে গণতন্ত্র বলে না।

‎তিনি আরও বলেন, ২০১৪-১৮ ও ২৪ সালে বাংলাদেশের মানুষ আমরা ভোট দিতে পারিনি, ভোট দিতে গেলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ বাধা দিয়ে বলতেন ভোট হয়ে গেছে বাড়ি চলে যান। আমি একজন এমপি ছিলাম, আমি একজন সংসদ সদস্য হয়েও আমি আমার নিজের ভোটটা পর্যন্ত দিতে পারিনি। অথচ ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা বলেন উনি নাকি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক (ঢাকা উত্তর অঞ্চল) অধ্যক্ষ মোঃ ইজ্জাত উল্লাহ, টিম সদস্য মাওলানা মোঃ দেলোয়ার হোসাইনসহ বাংলাদেশ জামেয়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামায়াতের শূরা সদস্যবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD