শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

আদমজীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ: সড়ক অবরোধ, গাড়িতে আগুন

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: সোমবার, ২২ অক্টোবর, ২০১৮ ১১:৩২ am
ফাইল ছবি

জনশক্তি রিপোর্ট: বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের আদমজীতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আদমজী ইপিজেডের সামনে সুয়াদ গার্মেন্টের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

সকাল সাড়ে ৯টার দিকে তারা আদমজী এলাকায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইব্রাহীম পাটোয়ারী জানান, সোমবার সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে সুয়াদ গার্মেন্টের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে হাজির হয়। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD