সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

আ.লীগ ফ্যাসিবাদী দল, কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না: প্রেস সচিব

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ ৩:৪০ pm

আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল উল্লেখ করে তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, তাদের কর্মসূচি আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণশক্তি দিয়ে মোকাবিলা করবে।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, বর্তমান আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে কোনো প্রতিবাদ করার অনুমতি দেওয়া হবে না।

তিনি বলেন, যারা গণহত্যাকারী ও স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে র‍্যালি, জমায়েত বা মিছিল করার চেষ্টা করবে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে। অন্তর্বর্তী সরকার দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ করার কোনো প্রচেষ্টাকে সহ্য করবে না।

উল্লেখ শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার বিকেল তিনটায় মার্চ টু জিরো পয়েন্ট কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে নেতা-কর্মীদের প্রস্তুতি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পাতায় নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD