শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

এক দিন ছুটি নিলেই টানা চার দিনের ছুটি

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ৬:২৮ pm

চলতি ফেব্রুয়ারির এ সপ্তাহেই টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ আসছে সরকারি ও ব্যাংকের চাকরিজীবীদের। আগামী বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবারের ছুটি কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই টানা চার দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ক্যালেন্ডার অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি (বুধবার) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সরকারি ছুটি পড়েছে। একদিন পর ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় এই দুই দিন সাপ্তাহিক ছুটি। তাহলে কোনো সরকারি চাকরিজীবী বা ব্যাংক কর্মী ২২ ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে টানা চারদিন ছুটি ভোগ করতে পারবেন।

এছাড়া, কোনো সরকারি চাকরিজীবী বা ব্যাংক কর্মী এ সপ্তাহে ছুটি না নিতে পারলে তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার শনিবার হওয়ায় এই দুই দিন সাপ্তাহিক ছুটি। একদিন পর ২৬ তারিখ আবার শবে বরাতের সরকারি ছুটি। মাঝের ২৫ ফেব্রুয়ারি (রোববার) সরকারি অফিস আদালত খোলা রয়েছে। এই একদিনের ছুটিও কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই সেই সময়ও টানা চার দিনের ছুটি ভোগ করা যাবে।

এর আগে, গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD