বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৪:৩৯ pm

পাল্টাপাল্টি সমাবেশের সিদ্ধান্ত রাজনৈতিক। তবে এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে একই শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে। কেন একই দিনে সমাবেশ, সে প্রশ্নের উত্তর দেবে রাজনৈতিক নেতারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজপথে সমাবেশ না করতে এবং রাস্তায় সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানাই। কেউ রাজপথে সমাবেশ করলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কোনো সহিংসতা ঘটলে সে দায়ও নিতে হবে।

তিনি বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে কোনো বাধা নাই। তবে, তারা যেন কোনো ধ্বংসাত্মক কিছু না করে। কোথাও জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে, ভাঙচুর না করে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD