সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরের এনআরকে অটো রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার(২৬ জুন) সকালে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ডাউটিয়া এলাকার ওই রাইস মিলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দন্ডাদেশ দেন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এনআরকে অটো রাইস মিলে অভিযান চালানো হয়। এসময় ওই মিলে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।