চলতি বছর সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে ১৯ তম এশিয়ান গেমস। সেই গেমস উপলক্ষ্যে ৪০ সদস্যের প্রাথমিক দল ডেকেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী ১৫ জুন বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে জাতীয় দলের ম্যানেজার মাহবুবুল এহসান রানার কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে।
আজ দুপুরের পর ক্রীড়া ভিত্তিক এক হোয়াটসঅ্যাপ গ্রুপে হকি ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ন জাতীয় দল সংক্রান্ত এই প্রেস বিজ্ঞপ্তি দেন। ক্রীড়া ফেডারেশনগুলো যেদিন প্রেস রিলিজ দেয় সেদিনের তারিখই উল্লেখ থাকে। হকি ফেডারেশন সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি আজ দিলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে ১০ জুন।
১১ জুন হকি ফেডারেশনের নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনক্ষণ ছিল। নিয়ম অনুযায়ী বর্তমান কমিটিতে যারা থাকেন তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হলে বর্তমান পদ থেকে পদত্যাগপত্র দিতে হয়। তাই বর্তমান সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদসহ আরো অনেকেই পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আনুষ্ঠানিকভাবে হকি ফেডারেশনকে পরবর্তী চার বছরের জন্য দায়িত্ব পালনের প্রজ্ঞাপন জারি করেনি।
পদত্যাগের পর থেকে প্রজ্ঞাপনের পূর্ব পর্যন্ত পদত্যাগ করা কোনো ব্যক্তি হকি ফেডারেশনের কোনো প্যাড বা স্বাক্ষর করতে পারবেন না। হকি ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা হুমায়নের দেয়া তথ্য মতে, ১০ জুনই প্রয়োজনীয় অনেক কাগজে স্বাক্ষর করিয়ে রাখা হয়েছে। হকি ফেডারেশনের নির্বাচন ঘিরে অনেক অভিযোগ ভেসে আসায় তিন দিন পর প্রকাশ হওয়া এই বিজ্ঞপ্তি নিয়েও আলোচনা চলছে। হকি ফেডারেশনে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশনের কর্মকান্ড অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সূত্র মতে জানা গেছে, হকি ফেডারেশনের প্রধান নির্বাচন কমিশনার ও পরিচালক অর্থ সাইদুর রশিদকে প্রত্যাহারের আগেই কেন প্রাথমিক ফলাফল ঘোষিত হলো এই বিষয়টি লিখিতভাবে আইনগত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জাতীয় হকি দলে কোরিয়ান কোচের কোচিং করানোর কথা। তার সঙ্গে কাজ করতে পারেন সাবেক জাতীয় খেলোয়াড় আশিকুজ্জামান। ফেডারেশনের কর্মকর্তারা আশিকের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করছেন। এশিয়ান গেমসে ভালো ফলাফল করতেই এত আগে ক্যাম্প শুরু করার পরিকল্পনা ফেডারেশনের।
ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন-
বিপ্লব কুজুর, অসিম গোপ, আবু সাঈদ নিপ্পন, নুরুজ্জামান নয়ন, সাইজুদ্দিন, ফরহাদ শিটুল, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, হুজাইফা হোসেন, রামিম হোসেন, শহিদুল সৈকত, আমিরুল ইসলাম, মেহরাব হাসান সামিন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে রাব্বি, আবেদ উদ্দিন,প্রিন্স লাল, আজিজার রহমান, রাহিদ হোসেন, তৈয়ব আলী, আল নাহিয়ান শুভ, সারোয়ার হোসেন, পুস্কর ক্ষিসা মিমো, দ্বিন ইসলাম ইমন, রাকিবুল হাসান, মাহাবুব হোসেন, আরশাদ হোসেন, রাসেল মাহমুদ জিমি,ওবায়দুল জয়, তাসিন আলী, মিলন হোসেন,আমান শরিফ,উক্ক্যহীন রাখাইন,শফিউল আলম শিশির ও রকিবুল হাসান।