কুয়েতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেশটির জিলিব আল সুয়েখ আব্বাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকা কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজবাড়ী অগ্রখোলা গ্রামের মোহাম্মদ ইমরান, অপর জন হলেন আসাদুল।
নিহতের আত্মীয় সাইদুল জানান, ইমরান ও আসাদুল ডিউটি শেষে রুমে ঘুমিয়ে ছিল। দুইজনেই সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। ধারণা করা হচ্ছে বিদ্যুতে শর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রচন্ড কালো ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা যায় তারা।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের হিমাগারে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে পাঠানো হবে।