সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন

গাজায় মানবিক সহায়তায় আমরা সক্ষম নই: জাতিসংঘ

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ৩:৫৫ pm

পানি, বিদ্যুৎ, খাবার ও ওষুধ সংকটে অনিরাপদ হয়ে পড়েছে গাজার শরণার্থীশিবিরগুলো। জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) কঠোর সতর্কতা জারি করে জানিয়েছে যে, হাজার হাজার মানুষকে মানবিক সহায়তা দিতে সংস্থাটি তাদের সক্ষমতা হারিয়েছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে সংস্থাটির সদর দপ্তরে সোমবার এক সংবাদ সম্মেলনে ইউএনআরডব্লিউএ’র কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, ‘গাজায় আমাদের ইউএনআরডব্লিউএ সহকর্মীরা আর মানবিক সহায়তা দিতে পারছে না।’

তিনি বলেন, ‘ইউএনআরডব্লিউএ’র কার্যক্রমগুলো গাজা উপত্যকায় জাতিসংঘের বৃহত্তম পদচিহ্ন। কিন্তু আমরা পতনের দ্বারপ্রান্তে। এটি একেবারেই নজিরবিহীন।’

লাজারিনি জানিয়েছেন, গাজায় পানি ও বিদ্যুৎ সরবরাহ শেষ হয়ে যাচ্ছে এবং শিগগির কোনও খাবার এবং ওষুধও থাকবে না।

তিনি বলেন, ‘আমরা সবাই জানি পানিই জীবন, গাজায় খাবার পানি ফুরিয়ে যাচ্ছে, গাজায় জীবন ফুরিয়ে যাচ্ছে।’

বর্তমানে প্রায় ৪ লাখ ফিলিস্তিনি জাতিসংঘ পরিচালিত স্কুল ও অন্যান্য শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন। অবরুদ্ধ পরিস্থিতিতে তাদের সহায়তা চালিয়ে ইউএনআরডব্লিউএ’র জন্য কঠিন হয়ে পড়েছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD