আবারও নতুন গান নিয়ে আসছেন তরুণ কণ্ঠশিল্পী গাজী সংগ্রাম। তার এবারের গানের শিরোনাম ‘হারিয়েছে মন’। রোমান্টিক কথামালার এই মৌলিক গানটি লিখেছেন ভারতের শহীদুল ইসলাম। গানটির সুর করেছেন গায়ক নিজেই। সঙ্গীতায়োজন করেছেন আয়াশ খান। শাওন তানভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঈদের দিন গান-ভিডিও মুক্তি পাবে বলে জানিয়েছেন এই গায়ক।
নতুন গানটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে গাজী সংগ্রাম বলেন, ‘খুব সুন্দর রোমান্টিক একটি গান। আশা করি, গানটি শুনলে সবাই মুগ্ধ হবেন। সামনের দিনগুলোতে আরো ভালো ভালো কাজ করে যেতে চাই।’