শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন

গাড়িবহর নিয়ে বঙ্গবন্ধু টানেল পার হলেন প্রধানমন্ত্রী

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ২:২৮ pm

গাড়িবহর নিয়ে চট্রগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি বহু প্রতিক্ষিত এ টানেলের নামফলক উন্মোচন করেন।

আজ শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী টানেলের পতেঙ্গা এলাকায় প্রবেশমুখে ফলক উম্মোচন করেন। এখানে দোয়া ও মোনাজাতের পর তাকে নিয়ে একটি গাড়িবহর টানেলের তলদেশ দিয়ে আনোয়ারা প্রান্তের দিকে রওনা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়ম সদস্য মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদের সদস্য, স্থানীয় আওয়ামী লীগের নেতা ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা ছিলেন।

দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরী চট্টগ্রাম থেকে ৪০ কিলোমিটার দূরে পতেঙ্গা ও আনোয়ারা উপজেলার মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ টানেলটি ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেলটি আগামী সোমবার (৩০ অক্টোবর) সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD