মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সর্ববৃহৎ কওমি মাদ্রাসা সিংগাইরের জামিয়া রাশিদিয়া গোবিন্দল মুসলিম নগর মাদ্রাসা ও এতিমখানার ঐতিহাসিক ৭২ তম ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার (২১,২২ নভেম্বর) এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের প্রথম দিন বৃহস্পতিবার অত্র মাদ্রাসার ২০২৩-২৪ সালের উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী প্রথম শ্রেণী থেকে দাওরায় হাদিস পর্যন্ত যাদের রুল নম্বর ১,২,৩ তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দ্বিতীয় দিন শুক্রবার অত্র মাদ্রাসার১৮ জন কোরআনের হাফেজদের পাগড়ী পড়ানো হয়। আমন্ত্রিত অতিথি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান (পীর) হাফেজদয়ের মাথায় পাগড়ী পরিধান করিয়ে দেন।
সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অত্র মাদ্রাসার সভাপতি দেওয়ান মাহাবুবুর রহমান মিঠুর সভাপতিত্বে ৭২ তম ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জি. মইনুল ইসলাম খান শান্ত ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এম এ সাত্তার খান।
বিশেষ অতিথির আসন গ্রহণ করেন, সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলাউদ্দিন, সিংগাইর পৌরসভার সাবেক মেয়র খোরশেদ আলম ভূইয়া জয়, সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ,
বিশিষ্ট ব্যবসায়ী গোলাপ নবী, জহিরুল ইসলাম কাজল, আবুল বাশার খান, মুশতাক আহমেদ ভূঁইয়া (রনি) সহ অনেকে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা খালেদ সাইফুল আইয়ুবী ও মাওলানা মুফতি হাসান জামিল। আরো ওয়াজ করেন, মাওলানা মিজানুর রহমান ফরিদী, মাওলানা মুফতি আবুল বাশার নোমানী, মাওলানা এফাজ উদ্দিন, মাওলানা সাঈদ নূর, কামাল উদ্দিন গাজীপুরী, মাওলানা নাজমুল হক মানিকগঞ্জী সহ অনেকে।