জসিম উদ্দিন সরকার,সিঙ্গাইর, মানিকগঞ্জ : ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিন সাহরাইল গ্রামের ৬৩ পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এসব পরিবার প্রধানের হাতে ৩০ কেজি করে চাল তুলেদেন তিনি।
গত ৫ অক্টোবর ঘুর্ণিঝড়ে উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিন সাহরাইলসহ কয়েকটি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এ সময় গাছের চাপা পড়ে আমেনা নামে এক নারী নিহত হন। ঘুর্ণিঝড়ের পর ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য কন্ঠশিল্প মমতাজ বেগম। এসময় ক্ষতিগ্রস্থ লোকজনকে সহযোগীতার আশ্বাস দেন তিনি। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৬৩ পরিবারের মাঝে চাল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম।
এ উপলক্ষে সায়েস্তা ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম। সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ আল-মামুন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান,সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম।
পরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৬৩ পরিবার প্রধানের হাতে ৩০ কেজি করে চাল তুলেদেন সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম।
এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক উবায়েদুল হক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কহিনুর ইসলাম সানি এবং যুব ও ক্রীড়া সম্পাদক আবুল হোসেন মারুফসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।