শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম সিটি নির্বাচন অনিয়মের মডেল: মাহবুব তালুকদার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১ ৬:৪৬ am

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনটি অনিয়মের নির্বাচনের একটি মডেল। আগামী দিনে দেশব্যাপী যেসব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে এই মডেল অনুসরণ করা হলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বসভায় আমরা আত্মমর্যাদা সমুন্নত রাখতে পারব না। আমরা সব নির্বাচনকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের অভিযাত্রায় শামিল হতে চাই।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে আমার বক্তব্য’ শিরোনামে এই লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যে অরাজকতা দেখা গেছে, তাতে আমি হতাশ। আমার আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য হলো এবং সাবধান বাণীতে কোনো কাজ হলো না। নির্বাচনের আগে ও নির্বাচনকালে মোট চারজনের প্রাণহানি প্রকারান্তরে চারটি পরিবারের প্রাণহানির নামান্তর। সহিংসতা, কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাঙচুর ইত্যাদি ঘটনা এই নির্বাচনকে কলঙ্কিত করেছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD