শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

চলছে ৩ধাপের উপজেলার নির্বাচন, মানিকগঞ্জে ভোটারের উপস্থিতি কম

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ২৯ মে, ২০২৪ ১:১৫ pm

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটগ্রহণ। এ ধাপে জেলার সদর ও সাটুরিয়া উপজেলার ১৭০টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।

আজ বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট। তবে ভোটারদের উপস্থিতি তুলনামূলক ভাবে অনেক কম,কোন কোন কেন্দ্রে ভোটার শূন্য দেখা গেছে। পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয়।

জানা যায়, মনিকগঞ্জের কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি রয়েছে লক্ষনীয়।

ভোটারদের সাথে কথা বলে জানা যায়, সুন্দর ও সুশৃখল পরিবেশে তারা ভোট প্রদান করেছেন। ইভিএমে ভোট দিতে তাদের কোন সমস্যার সম্মুখীন হতে হয়নি। তারা জানান, দুপুরের পরে ভোটারদের চাপ বাড়তে পারে। অনেকেই দুপুরের পরে ভোট দিতে আসবেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলায় ১০ টি ইউনিয়ন, ১ টি পৌরসভায় মোট কেন্দ্র ১১০ টি, ভোট কক্ষ ৭৩৯, ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৮ শত ২৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৮ হাজার ৫৫৯ জন, নারী ১ লাখ ৩৮ হাজার ২৬৪ জন। সাটুরিয়া উপজেলায় ইউনিয়ন ৯ টি, ভোট কেন্দ্র ৬০টি, ভোট কক্ষ ৪৩৮টি, মোট ভোটার ১ লাখ ৫২ হাজার ৩৪৭ জন। এর মধ্যে পুরুষ ৭৬ হাজার ২৭৫ জন, নারী ৭৬ হাজার ০৭২ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো: আমিনুর রহমান বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটের পরিবেশ ঠিক রাখতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD