শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

জনসমুদ্রে রূপ নেয় সিংগাইরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৪৬ am

জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ: এই প্রথম মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংগাইর উপজেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিংগাইরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ও জামায়াত সমর্থকদের উপস্থিতিতে উক্ত কর্মী সম্মেলন জনসমুদ্রে পরিণত হয়। তিল ধারণের জায়গা ছিল না অনুষ্ঠান স্থলে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩ ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলন আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শুরু হয় বক্তব্যের পালা, বক্তার বজ্রকন্ঠ প্রতিবাদে ফেটে ওঠে।

সম্মেলনে বক্তারা বলেন, আমাদের সকলেরই জানা আছে, পৃথিবীর শুরু লগ্ন থেকেই হক্বের সাথে বাতিলের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। তারাই কামিয়াব হবে, যারা সত্যের পথে হক্বের পথে অটুট থাকবে। রসুল (সঃ)কে যেই আবু জেহেল ধ্বংস করতে চেয়েছিল, বদরের যুদ্ধে সেই আবু জেহেল ও তার দোসররা ধ্বংস হয়েছিল। তেমনি যারা জামায়তে ইসলামীকে নিষিদ্ধ করেছিল, জামায়াতে ইসলামীকে ধ্বংস করতে চেয়েছিল, তারাই আজকে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের পতন হয়েছে।

তারা বলেন, আমাদের হাতে একটি গ্রন্থ আল-কোরআন, এই কোরআন কোনদিন কোন তাওহিদবাদী জনতাকে থামতে দেয়নি। সুতরাং আমরাও থামবো না। বাংলাদেশ আওয়ামীলীগ বিগত বছর গুলোতে যতগুলো অপকর্ম করেছে, সে অপকর্মের বর্ণনা দিতে গেলে, দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, কিন্তু সেই বর্ণনা শেষ হবে না।

বক্তারা আরও বলেন, ২০১৩ সালে অন্যায়ভাবে গোবিন্দলে জামায়াতে ইসলামীর নেতা সহ ৪ জনকে গুলি করে শহীদ করা করেছিল। আজকে জানলাম এই সিংগাইরে আরো দুইজন শহীদ হয়েছে। তাদের রক্ত দিয়ে কেনা এই জায়গা টুকু আর কোন দিনও বাতিলের কাছে ছেড়ে দেবনা।

তারা বলেন, বিগত স্বৈরাচার সরকার আমাদের শান্তিতে থাকতে দেয়নি, সত্যের কথা বলতে দেয়নি, কোরআনের কথা বলতে দেয়নি, ঈমামগণ মসজিদে বসে সত্যের কথা বলতে পারেনি, বক্তারা ওয়াজ মাহফিলে ন্যায় কথা বলতে পারেনি। যে শাপলা চত্ত্বরে আলেম ওলামাদের হত্যা করেছিল, এক শ্রেণীর লোক সে খুনিকে কওমী জননী উপাধী দিয়েছিল, সেই কওমী জননী খুনি হাসিনা তার সন্তানদের বিপদে রেখে ভারতে পালিয়ে গেছে। ইনশাআল্লাহ বিজয় আমাদের হয়েছে।

বক্তারা আরো বলেন, আমরা যদি হক্ব ও সত্যের পথে থাকতে পারি, তাহলে বাতিল আর কোন দিনও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাই বক্তারা সকলকে হক্ব ও সত্যের পথে থাকার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংগাইর উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরাঞ্চলের টিম সদস্য ও মানিকগঞ্জ জেলার জামায়াতের সাবেক আমীর মাওলানা দেলোয়ার হোসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়তে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুর রহমান।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সিংগাইর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ এবং জামায়তে ইসলামী জয়মন্টপ ইউনিয়নের আমীর মহিবুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক আব্দুল কাদের, সিংগাইর উপজেলা শাখার উলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন, মানিকগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, সিংগাইর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ আবু জিহাদ, পৌরসভা জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সিদ্দিকুর রহমান, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল্লাহ মানছুরসহ অনেকে। এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে এদিন জুম্মার নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সিংগাইরের সাদ মাহমুদ ও তুহিন আহম্মেদের পরিবারের হাতে নগদ দুই লক্ষ করে টাকা সহযোগিতা প্রদান করা হয়।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD