সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

জাতি ক্রান্তিলগ্নে, ভালো নির্বাচনের বিকল্প নেই : ইসি সানাউল্লাহ

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ৭:০২ pm

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার শেষে যথাযথ সময়ে নির্বাচনের বিষয়ে আমরা কথা বলব।’

তিনি বলেন, ‘যে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, সেগুলো হতে হবে। সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে যাওয়া। যথাযথ সময়ে নির্বাচন নিয়ে আমরা কথা বলব।

আজ সোমবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। সেই প্রসেসটা আমি নিশ্চিত, আপনারা হয়তো প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন যে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া।’

ইসি বলেন, ‘এটা শুধু দায়িত্ব নয়।

এটা আমাদের দায়বদ্ধতা। ইনশাআল্লাহ, আমরা এই দায়বদ্ধতা পূরণ করব। আমরা সবাই সন্তুষ্ট। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমাদের নির্বাচন করা হয়েছে, আমরা নিজেদের ধন্য মনে করছি, গর্বিত মনে করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আমরা এখানে আছি। তবে আমরা কমিশন সমন্বিতভাবে চ্যালেঞ্জকে একটি অপরচুনিটি মনে করি। এটাকে অপরিচুনিটি ভাবছি এই জন্য—জাতি একটা ক্রান্তিলগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া।

আমরাই সেই ব্যক্তি, যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন, এই প্রত্যাশা ডেলিভার করার জন্য। আমরা আত্মবিশ্বাসী, এটা আমরা ডেলিভার করব। আমরা ওয়াদাবদ্ধ।’

নির্বাচন কমিশনার আরো বলেন, ‘নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে, সেটা আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা এবং আমরা কী চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের চাওয়া ভেরি সিম্পল। একটা সুন্দর নির্বাচন। আমাদের দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিইসি দিকনির্দেশনা দিয়েছেন। একনিষ্ঠতা, সততা, জবাবদিহির ব্যাপারে আলোচনা হয়েছে।’

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD