শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সিঙ্গাইরে আলোচনা সভা অনুষ্ঠিত

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ৬:২৫ pm

জসিম উদ্দিন সরকার, সিঙ্গাইর,(মানিকগঞ্জ): “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ সিঙ্গাইরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে জাতীয় পরিসংখ্যান দিবস-২৪ উপলক্ষে র‍্যালী বের হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসুর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মো.ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার।

আরো উপস্থিত ছিলেন, সিঙ্গাইর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, জামির্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, চারিগ্রাম ইউপি চেয়ারম্যান রিপন দেওয়ান সহ সিঙ্গাইর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও মহিলা সদস্যবৃন্দ ।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, উপজেলা কমকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD