শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন

টিসিবির জন্য ৩২৫ কোটি টাকার তেল-ডাল কেনার সিদ্ধান্ত

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ৪:৫৭ pm

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জন্য ১৫৫ লাখ লিটার তেল এবং ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৩২৪ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। এসব পণ্য ক্রয় প্রক্রিয়ার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র দেওয়া হবে।

বুধবার (২৬ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে ৮০ লাখ লিটার সয়াবিন তেল মেঘনা ইডিবল ওয়েলস রিফাইনারি লিমিটেডের কাছ থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। যাতে ব্যয় হবে ১৩১ কোটি ১৬ লাখ টাকা। পাশাপাশি ৭৫ লাখ লিটার রাইন ব্রান ওয়েল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ হবে ১১৭ কোটি ৭৫ লাখ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে সরাসরি ক্রয় (ডিএমপি) পদ্ধতিতে এ তেল কেনা হবে। মজুমদার প্রোডাক্টস অ্যান্ড মজুমদার ব্র্যান্ড লিমিটেড, অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড এবং আলী ন্যামনাল ওয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের থেকে রাইন ব্রান ওয়েল কেনা হবে।

এছাড়াও ৮ হাজার টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৭৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা। নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি মাধ্যমে ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ ডাল কেনা হবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD