জসিম উদ্দিন সরকার, সিঙ্গাইর, মানিকগঞ্জ: আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) বলধারা ইউনিয়নে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর জনসভা সফল করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বলধারা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দেওয়ান জাহিদ আহমেদ টুলুর বাইমাইলস্থ ব্যক্তিগত অফিস কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বলধারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম ওরফে নূর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সায়েদুল ইসলাম ও বিশেষ আলোচকের বক্তব্য দেন বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু। উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শামসুল ইসলাম ও কামাল হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেওয়ান কামাল হোসেন, সিঙ্গাইর সরকারি কলেজের জিএস মোস্তাফিজুর রহমান মিঠু, কামরুল হাসান, দেওয়ান নজরুল ইসলাম, ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম টিপু ও সেলিনা আক্তার প্রমুখ।
এসময় উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, বলধারা ইউপি সদস্য ইউপি সদস্য আলমগীর হোসেন, হায়দার আলী তারা, মোহাম্মদ হযরত আলী, আজাদ হোসেন, আব্দুর রাজ্জাক, সুনেলা বেগম ও হোসনে আরাসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।