বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

ডিবির হারুনের সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ৬:৫৯ pm

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠি বাংলাদেশ ব্যাংক, সাব রেজিস্ট্রি, পাসপোর্ট, নির্বাচন কমিশনসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

দুদক সচিব খোরশেদা ইয়াসমীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এর পরের দিন গতকাল সোমবার সংস্থাটির উপপরিচালক জয়নাল আবেদীনের নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

দুদক সূত্রে জানা যায়, পুলিশের এই প্রভাবশালী কর্মকর্তা নিজ ক্ষমতার অপব্যবহার করে রাজধানী ঢাকাসহ সারা দেশে হাজার কোটি টাকার সম্পদ গড়ে তোলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও সিঙ্গাপুরেও অর্থ পাচারের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন।

সূত্রটি আরও জানায়, হারুন অর রশীদের বিরুদ্ধে অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে সংস্থাটি। সাবেক এই ডিবিপ্রধান হারুন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর নিজ গ্রামে ৪০ একর জায়গাজুড়ে গড়ে তুলেছেন ‘প্রেসিডেন্ট রিসোর্ট’। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রিসোর্টের মালিকানা হিসেবে দেখান তাঁর ছোট ভাই ডা. শাহরিয়ারকে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD