রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ অপরাহ্ন

ডিসি-ইউএনওদের জন্য বিলাসবহুল গাড়ি কিনছে সরকার

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ৩:০৭ pm

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ২৬১টি বিলাসবহুল গাড়ি কিনবে সরকার। প্রতিটি গাড়ির দাম এক কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকা পড়বে।

গতকাল বুধবার (১১ অক্টোবর) সরকারি অর্থনৈতিক বিষয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ২৬১টি জিপ ক্রয়ে মোট ৩৮১ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিসি ও ইউএনওদের ব্যবহারের জন্য ২৬১টি জিপ গাড়ি কেনার প্রস্তাব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়া বৈঠকে আরও ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের তিনটি, বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তিনটি, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের তিনটি, শিল্প মন্ত্রণালয়ের দুটি এবং রেলপথ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাবটি টেবিলে উপস্থাপন করা হয়। সবগুলো প্রস্তাবই মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD