রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:১৬ অপরাহ্ন

ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যুর দিনে শনাক্ত সর্বোচ্চ

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৫২ pm

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২২ হয়েছে। নতুন মৃত ১৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১২ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে তিন হাজার ১২২ রোগী।

এদের মধ্যে দুই হাজার ২৭৩ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬৭ হাজার ৬৮৪ জন। বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৫৬ হাজার ৪২৫ জন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD