শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:২০ অপরাহ্ন

তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন রাষ্ট্রপতি

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ৪:৫৮ pm

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনদিনের সফরে কক্সবাজার আসছেন। আগামী ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কক্সবাজার ও বান্দরবান জেলা সফর করবেন। এসময় তাঁর পরিবারের সদস্যরা সফর সঙ্গী হিসেবে থাকবেন।

রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের বিভিন্ন স্থানে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। রাষ্ট্রপতিকে বরণে চলছে প্রস্তুতি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৩০ জুলাই থেকে ১ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুউদ্দিন ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন।

জানা গেছে, এ বারের সফরে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা সফর সঙ্গী হিসেবে থাকবেন। এ সময় সাগরতীরের একটি হোটেলে অবস্থান করবেন রাষ্ট্রপতি এবং রামুর বৌদ্ধ বিহার, মেরিন ড্রাইভ, টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দেশের ২২ তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাব উদ্দিন নিজ জেলা পাবনার পর কক্সবাজার প্রথম কোনো জেলা যেখানে রাত্রিযাপন করবেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD