জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ: দল দায়িত্ব দিয়েছে, কাজ করে যাচ্ছি, এটাই তো গ্রীন সিগনাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ যাদের মনোনয়ন দিবেন, কেন্দ্র থেকে তাদেরকে ভোট কেন্দ্র কমিটি গঠন করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। ইতিমধ্যে তাকে দায়িত্ব দেয়া হয়েছে দ্রুত কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে। এটা ফের নমিনেশন পাওয়ার গ্রীন সিগনাল বলে মনে করেন মানিকগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম।
রবিবার (২৯অক্টোবর) বিকেলে জামির্তা ইউনিয়নের পানিশাইল সামছুল ইসলাম খান উচ্চ বিদ্যালয় মাঠে জামির্তা ইউনিয়ন আওয়ামী লীগের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ভোট কমিটি গঠন ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি বলেন।
তিনি বলেন, কেন্দ্রীয় আদেশ অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন, প্রতিটা ইউনিয়ন আওয়ামী লীগে নির্দেশনা দেয়া হয়েছে। যেখানেই সভা সেমিনার হচ্ছে, সেখানে তিনি যোগ দিচ্ছেন। এটাই হল গ্রীন সিগনাল, এর মানে হল ফের এলাকার সেবা করার সুযোগ দিচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।
এই সময় তিনি সরকারের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ভিপি শহিদুর রহমান।
জামির্তা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, মিনহাজ উদ্দিন, বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক এডভোকেট আলম হোসেন, আইন বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রহুল আমিন, মোতালেব মেম্বার সহ অনেকে।
এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অনুষ্ঠানে যোগদান করেন।