নূরুল আমিন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, “আলিয়া মাদরাসার শিক্ষা ব্যবস্থার ইতিহাস আমাদের জীবনে এক সোনালী অধ্যায় হয়ে আছে। এ শিক্ষা ব্যবস্থা তার সৃষ্টি থেকে আজ পর্যন্ত মাদরাসা শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমন্বয় করে মাদরাসা শিক্ষার্থীদের যেকোন বিষয়ে পারদর্শিতা, মেধা-বুদ্ধিভিত্তিক চর্চা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমকক্ষতা সৃষ্টি করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে আসছে। দেশ পরিচালনা ও জাতি গঠনে এই আলিয়া মাদরাসার অবদান অনস্বীকার্য।”
আজ মঙ্গলবার (০১.১০.২০২৪) সকাল ১০টায় ঐতিহাসিক আলিয়া মাদরাসা শিক্ষা দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এক সেমিনারে উপাচার্য প্রফেসর ড. মোঃ শামছুল আলম প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
ভাইস চ্যান্সেলর বলেন, “আলিয়া মাদরাসাগুলোতে শিক্ষার আধুনিকীকরণ ও মানোন্নয়নের জন্য দরকার শিক্ষকদের উন্নত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার আদলে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন। এ ব্যবস্থা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা সার্বিক শিক্ষার উন্নতির পুর্ণাঙ্গ অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে বলে বিশ্বাস করি।”
আলীয়া মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মাননীয় ভাইস চ্যান্সেলর বলেন, আলীয়া মাদরাসা আমার হৃদয়ের সাথে সম্পর্কিত। সততা ও যোগ্যতা থাকলে শত্রু ও আপনার সুনাম করতে প্রস্তত থাকবে। তাই তিনি আলীয়া মাদরাসার শিক্ষার্থীদেরকে দক্ষ, যোগ্য ও সততার সাথে নিজেকে গড়ে তোলার আহবান জানান।
বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে সেমিনারটিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড.আ.ক.ম আব্দুল কাদের এবং প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. আব্দুছ ছবুর মাতুব্বর।
এ সেমিনারে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা কেফায়েত উল্লাহ ও সঞ্চালনা করেন উক্ত পরিষদের আহবায়ক মাওলানা মু. তৈয়ব হোসাইন।