শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক জোরদার হবে : চীনা রাষ্ট্রদূত

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ ৪:৩০ pm

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক আগের চেয়ে আরও জোরদার হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত বেইজিংয়ের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২১ জানুয়ারি) রাজধানীর শের-ই বাংলা নগরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান চীনের রাষ্ট্রদূত।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে নতুন অর্থমন্ত্রী জোরালো ভূমিকা রাখবেন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হওয়ার কারণে সামনের দিনগুলোতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে।

তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করবো। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে চীনের প্রতিশ্রুত অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে। আবুল হাসান এর আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কাজেই আগের যেকোনো সময়ের চেয়ে অর্থ ছাড়সহ সহযোগিতার সব ক্ষেত্রেই দারুণ সময় যাবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD