জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় নিখোঁজ এক ব্যক্তি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ধল্লায় নদী থেকে এই কংকাল উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি নাম সুলতান মৃধা (৬৫), তিনি গত ৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে হত্যা করে মাজায় দড়ি দিয়ে বেঁধে পানিতে ডুবিয়ে নদীর কিনারায় বিলবোর্ডের খুঁটিতে সাথে বেঁধে রেখে পালিয়ে যায়।
সুলতান মৃধা ধল্লা গ্রামের মৃত নুর মৃধার সন্তান। পেশায় তিনি একজন অটো চালক ছিলেন।
জানা যায়, গত ৩ অক্টোবর সুলতান মৃধা নিখোঁজ হন। তাকে খুঁজে না পেয়ে গত ৪ অক্টোবর সিঙ্গাইর থানায় সাধারণ ডায়রি করেন নিহত সুলতান মৃধার ছেলে মোঃ নেছার উদ্দিন (২৪)।
এদিকে নদীর পানি কমতে থাকলে বিলবোর্ডের গোড়া জেগে উঠে, সেখানে বাঁধা লাশটি শুক্রবার (৩নভেম্বর) দুপুরের দিকে স্থানীয়দের নজরে পরে। স্থানীয়রা পুলিশে খবর দিলে, সিঙ্গাইর থানা পুলিশ ঘটনা স্থল থেকে লাশের কঙ্কাল উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে মাজায় দড়ি বেঁধে পানির তলায় নদীর কিনারে থাকা বিলবোর্ডের খুটির সাথে বেঁধে রেখে পালিয়ে যায়। তবে দড়ি দিয়ে বাঁধা থাকায় লাশটি ভেসে উঠনি।
সুলতান মৃধার পরিবার তার পরনের জামা কাপড় দেখে তাকে সনাক্ত করেন সক্ষম হন।
সিঙ্গাইর থানার তদন্ত অফিসার মানবেন্দ্র বালো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মৃত সুলতানের পরনের জামা কাপড়ের সাথে কঙ্কাল ছাড়া আর কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নিখোঁজ হওয়ার পরই তাকে খুন করে মাজায় দড়ি দিয়ে বেঁধে পানির নিচে বিলবোর্ডের খুটি সাথে বেঁধে রাখা হয়। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাবেন বলে তিনি জানান।