শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন

নেতাকর্মীদের মিছিলে ভরে গেছে আ.লীগের শোভাযাত্রাস্থল

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৬:১৩ pm

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগের শোভাযাত্রা উপলক্ষে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক পূর্ণ হয়ে গেছে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রা করবে দলটি।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা দেড়টা থেকেই সরকারের পক্ষে নানান স্লোগান লেখা ব্যানার, ফেস্টুনসহ নেতাকর্মীরা মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসছেন। ঘোড়ার গাড়ি নিয়েও মিছিল করে আসছেন অনেকে। এখানে পুলিশও মোতায়েন করা হয়েছে।

শাহবাগমুখী দুই পাশের সড়ক প্রায় বন্ধ হয়ে গেছে। উল্টো দিকের সড়ক ধরে যানবাহন এগোচ্ছে। এতে মৎস্য ভবনের দিক থেকে শাহবাগ যাওয়ার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তবে মঞ্চ থেকে সড়কে গাড়ি চলাচলের জন্য জায়গা করে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

আওয়ামী লীগের শোভাযাত্রায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন। মঙ্গলবার রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রতিটি জেলায় এ শোভাযাত্রা হবে।

এদিকে বিএনপিসহ বিভিন্ন বিরোধী দল সরকার পতনের এক দফা দাবিতে আজ ঢাকাসহ সারা দেশে পদযাত্রার কর্মসূচি পালন করছে। এর পাল্টা হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই শোভাযাত্রার কর্মসূচি নিয়েছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD