জসিম উদ্দিন সরকার : দৈনিক পৃথিবী প্রতিদিন সম্পাদক এফ,এম ফজলুল হককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও হুমকিদাতাকে গ্রেফতার এবং বিচারের দাবিতে মানিকগঞ্জের সিঙ্গাইরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০শে ডিসেম্বর) দুপুরে পৌর শহরের শহিদ রফিক সরণীতে অবস্থিত সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দৈনিক পৃথিবী প্রতিদিন সম্পাদক এফ,এম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক বাদল হোসাইন, সদস্য সচিব সুজন মাহমুদ, বাংলা টিভির রেজাউল করিম, দৈনিক আমাদের সময়ের অ্যাডভোকেট মশিউর রহমান শামীম, ৭১ বাংলা আইপি টিভি ও দৈনিক গনকন্ঠের স্টাফ কোয়ার্টার আবুল কালাম আজাদ, ভোরের বাণীর মো. মামুন হোসাইন, ভিন্ন বার্তার জসিম উদ্দিন, সকালের সময়ের মিজানুর রহমান, আলোকিত সকালের অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সায়েম ও আনন্দ টিভির মোঃ মোশাররফ হোসেন মোল্লা প্রমুখ।
বক্তারা প্রশাসনের প্রতি দৈনিক পৃথিবী প্রতিদিন সম্পাদক এফ,এম ফজলুল হককে প্রাণনাশের হুমকি দাতাকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এসময় আমার সংবাদের হাবিবুর রহমান রাজিব, জেটিভির আব্দুল গফুর, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক অধিকারের মিলন মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম, মুভি বাংলার মোঃ সানোয়ার হোসেন, আমাদের মাতৃভূমির আব্দুর রশিদ ও পিটিভি বাংলার জয়নাল আবেদীনসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত।