শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র আ.লীগের নেতাদের সাক্ষাৎ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: সোমবার, ৩ জুন, ২০২৪ ১:৪৬ pm

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে দলটির নেতারা পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে ম্যানহাটনে মিলিনিয়াম হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (৩১ মে) পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তারা।

এসময় ড. হাছান মাহমুদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের ভূয়সী প্রশংসা করেন। তিনি সুন্দর-সুশৃঙ্খল একটি সভা করার জন্য নেতাকর্মীদের অনেক ধন্যবাদ।

তিনি বলেন, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে এবং দলের পাশাপাশি মূলধারায় রাজনীতিতে আমাদের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে হবে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডা. মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু, সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া (রনেল), সাংগঠনিক সম্পাদক তারিকুল হায়দার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, প্রবাসী কল্যাণ সম্পাদক নাফিকুর রহমান (তুরান), কার্যনির্বাহী সদস্য সাহানারা রহমান, সদস্য বদরুজ্জামান (পান্না)সহ অনেকে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD