মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা পুলিশ ফাঁড়ি এলাকা ঢাকা প্রবেশমুখের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। ধল্লা পুলিশ ফাঁড়ির প্রবেশমুখে শনিবার(২৯ জুলাই) সকাল থেকে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে সিঙ্গাইর থানা পুলিশ।
সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে সকাল থেকে ধল্লা পুলিশ ফাঁড়ির ঢাকা প্রবেশমুখে চেক পোস্ট বসানো হয়েছে। তবে আওয়ামী লীগ – বিএনপি দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিকে শনিবার সকাল থেকে বিএনপির কর্মসূচির বিপক্ষে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা ধল্লা পুলিশ ফাঁড়িসহ উপজেলার বিভিন্ন এলাকায় সতর্ক পাহারায় রয়েছেন।
সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ বলেন, বিএনপি’র ঘোষিত কর্মসূচির বিপক্ষে তারা রাজপথে রয়েছেন।
সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘ সকাল থেকে ধল্লা পুলিশ ফাঁড়িতে চেকপোস্ট বসানো হয়েছে। সিঙ্গাইর থানা পুলিশ সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে সার্বক্ষণিক তৎপর রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন।’