শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪ অপরাহ্ন

‘পৃথিবীতে এমন কোনো শক্তি নেই শেখ হাসিনাকে আটকে রাখতে পারে’

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৩২ pm

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অগ্রগতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই, তাকে আটকে রাখতে পারে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরিষদ চত্বরে ৫০তম স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জাতীয় শিক্ষা সপ্তাহর পুরস্কার বিতরণ, তথ্য-আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক ও যুব উন্নয়ন অধিদপ্তরের আইসিটি প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র বিতরণের আয়োজন করা হয়।

শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন। ততদিন বাংলাদেশের উন্নয়নে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবেন। তাকে কেউ আটকাতে পারবে না।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD