রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন: আল্লামা মামুনুল হক

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৫ pm

মানিকগঞ্জ প্রতিনিধি: সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন, প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ওরা আমাদের নবীকে গালি দিবে, আর আপনারা তাদের ইলিশ মাছ পাঠাবেন, এদেশের মানুষ সেটাকে ভালো চোখে দেখে না।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক গণসমাবেশে তিনি একথা বলেন। হেফাজতে ইসলামের নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর গুলি বর্ষন ও বর্বোরচিত হত্যাকাণ্ডের বিচার এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হেফাজত ইসলাম সিংগাইর উপজেলা শাখার উদ্যোগে এই গণসমাবেশের আয়োজন করা হয়।

ভারতে হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদ করে মামুনুল হক বলেন, ভারতীয় কূটনীতিককে ডেকে এর প্রতিবাদ জানান। প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন।

আল্লামা মামুনুল হক বলেন, সমকামিতাসহ পশ্চিমা অসভ্যতা আমদানি করার পাঁয়তারা করলে বুকের রক্ত দিয়ে আমরা প্রতিহত করব। যদি হিন্দুত্ববাদী এবং ইসলাম বিরোধী কোনো এজেন্ডা পশ্চিমা বিশ্ব থেকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, সেটাকেও আমরা রুখে দাঁড়াতে প্রস্তুত।

আন্তর্জাতিক অপরাধ আইনে সংস্কারের নামে বেশ কিছু বিষয় অন্তর্ভুক্তি করার পায়তারা চলছে উল্লেখ করে মামুনুল হক বলেন, এর মধ্যে একটা হলো ট্রান্সজেন্ডার। সমকামিতাসহ পশ্চিমা অসভ্যতা ট্রান্সজেন্ডার এদেশে যদি আমদানির পায়তারা করা হয়, বুকের রক্ত দিয়ে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ। আরেকটি হচ্ছে, বৈবাহিক ধর্ষণের নামে বাংলাদেশের ঘরে ঘরে স্বামী-স্ত্রীদের সম্পর্কটাকে একটা বিতৃষ্ণ সম্পর্ক এবং ঘরে ঘরে অশান্তির দাবানল জ্বালিয়ে দেওয়ার পয়তারা চলছে। পশ্চিমা বিশ্বের পারিবারিক ব্যবস্থা ভেঙে খানখান হয়ে গিয়েছে। এখন তারা চায় মুসলিম বিশ্বের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে।

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব
খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান কাসেমী ও সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব।

হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুফতি আমিনুল ইসলামী কাসেমী ও সিংগাইর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাসউদুর রহমান আইয়ূবীর সঞ্চালনায় গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামীর যুগ্ম-মহাসচিব মুফতি ফজলুল করিম কাসেমী, সহকারি মহাসচিব মুফতি আহমাদ আলী কাসেমী, মাওলানা আতাউল্লাহ্ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ ও হেফাজতে ইসলাম সিংগাইর উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল ওয়াহাব,সহসভাপতি মুফতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ্ ফারকীসহ সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD