রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন

বক্সিংয়ের ‌‘ওস্তাদ’ মান্নান আর নেই

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ১:০৩ pm

বাংলাদেশে বক্সিংয়ের পরিচিত মুখ কাজী আব্দুল মান্নান। তিনি বক্সার হলেও কোচ হিসেবেই মূলত ক্রীড়াঙ্গনে পরিচিতি পেয়েছেন। অনেক বক্সারের ওস্তাদ মান্নান আর নেই। গতকাল (৭ জুলাই) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দেশের বক্সিংয়ের অন্যতম তারকা আব্দুর রহিম। ২০১০ সালে ঢাকায় এসএ গেমসে তিনি স্বর্ণ জিতেছিলেন। রহিমেরও কোচ ছিলেন মান্নান। তার প্রয়াণে ব্যথিত এই স্বর্ণজয়ী বক্সার, ‘মান্নান ওস্তাদ আমার মতো অনেকেরই গুরু। অনেক বক্সার তিনি তুলে এনেছেন এবং মান উন্নয়ন করেছেন।’

২০১৮ সালে গোল্ডকোস্টে কমনওয়েলথ গেমসের এক ঘটনায় মান্নান ক্রীড়াঙ্গনে সমালোচিত। তিনি ওই গেমসে বাংলাদেশ বক্সিং দলের কোচ কাম ম্যানেজার ছিলেন। ম্যানেজার সভায় তিনি সময় মতো উপস্থিত না থাকায় বাংলাদেশ বক্সিংয়ে অংশগ্রহণ করতে পারেননি। এরপর থেকে তিনি বক্সিং অঙ্গনে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তবে গত দুই দশকেরও বেশি সময় তার অবদান বাংলাদেশের বক্সিং ভুলতে পারবে না।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD