রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু এভিনিউয়ে ‘শান্তি সমাবেশে’ নেতাকর্মীদের ঢল

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৫:৩৭ pm

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে চলছে ‘শান্তি সমাবেশ’। নেতাকর্মীদের ঢল নেমেছে এই সমাবেশে। ইতোমধ্যে ভরে গেছে সমাবেশস্থল।

শনিবার (২২ জুলাই) বিকেল তিনটায় এই সমাবেশ শুরু হয়। আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন।

ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন। সমাবেশ শুরুর পরেও নেতাকর্মীদের একের পর এক মিছিল আসতে থাকে।

এ সময় নেতাকর্মীদের হাতে দেখা যায় নিজ নিজ নেতার নাম ও ছবি সম্বলিত ব্যানার। নেতাকর্মীরা দলের পক্ষে, বিএনপিবিরোধী এবং নিজ নিজ নেতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

বিকেল ৪টা নাগাদ নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো বঙ্গবন্ধু এভিনিউ। সমাবেশস্থলে নেতাকর্মীদের বসার জন্য দেওয়া চেয়ার পূর্ণ হয়ে যায়। নেতাকর্মীরা সড়কের দুই পাশের ফুটপাত দখল করে দাঁড়ান। কেউ বসার জায়গা না পেয়ে মঞ্চের সামনে রাস্তায় বসে পড়েন।

সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা যদি আর বাড়াবাড়ি করেন, আমরা ঘরে বসে থাকব না। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আমরা যদি চাই, এক ঘণ্টার মধ্যে আপনাদের ঢাকাছাড়া করতে পারি।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD