বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে নজর রাখছেন আবহাওয়াবিদরা

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ১:৫৭ pm

আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, দুই-একদিনের মধ্যে সাগরে নিম্নচাপ সৃষ্টি হলে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়বে। আর সেই নিম্নচাপ শুক্রবারের মধ্যে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।

এজন্য বঙ্গোপসাগরে নজর রাখছেন আবহাওয়াবিদরা। এমনকি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হতে পারে কি না সেদিকেও নজর রাখছেন তারা।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনে কলকাতাসহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু ঝড়-বৃষ্টি নয়, রীতিমতো ভারী বৃষ্টি হতে পারে।

আগামী শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলের দুই জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হতে পারে নিম্নচাপ। সেটি পরে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।

তবে নিম্নচাপের চূড়ান্ত অভিমুখ এখনও স্পষ্ট করেনি আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD