শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

বালুবাহী ট্রাকের চাপায় হেলপার নিহত চালক আটক

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: বুধবার, ১৫ মে, ২০২৪ ৭:০০ pm

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বালুবাহী ট্রাকের চাপায় অজ্ঞাত পরিচয়ের ৩৬ বছরের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় ট্রাকের চালক সাহাবুদ্দিনকে আটক করা হয়েছে।

নিহত যুবকের বাড়ি ঢাকার আমিন বাজার এলাকায়। তিনি বালুবাহী ট্রাকের শ্রমিক ছিলেন।

পুলিশ জানান,দুপুরে সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকার মেঘূ মিয়ার বাড়িতে বালু ফেলার সময় ট্রাকের চাকা মাটিতে আটকে যায়। পরে অজ্ঞাত পরিচয়ের ওই ট্রাকের হেলপার আটকে যাওয়া ট্রাকের চাকার মাটি সরাতে গেলে ট্রাকটি পিছনের দিকে এসে তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে গ্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক সাহাবুদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD