রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

‘বিএনপিকে ধ্বংস করতে না পারলে তারা বাংলাদেশকে ধ্বংস করবে’

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৮:৩৮ pm

বিএনপিকে ধ্বংস করতে না পারলে তারা বাংলাদেশকে ধ্বংস করে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

রোববার (৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি একটি অপশক্তি। তাদের হাত থেকে আমাদের উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে। তাদের ধ্বংস করতে না পারলে তারা বাংলাদেশকে ধ্বংস করে দেবে। জাতির পিতা সারাজীবন যে সোনার বাংলাদেশ গড়ার জন্য লড়াই-সংগ্রাম করেছেন তারা ধ্বংস না হলে তার স্বপ্নের বাস্তবায়ন হবে না। জাতির পিতা কখনও খুনিদের কাছে মাথানত করেননি, আপস করেননি।

তিনি বলেন, বিএনপি মিথ্যা, গুজব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে আবারও অশান্ত করতে চায়। তারা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে বিশ্বাস করে না। তারা চায় বাংলাদেশ পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে পরিণত হোক।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত আমাদের সোনার বাংলাদেশকে অগ্নি-সন্ত্রাসের মাধ্যমে ধ্বংস করতে চায়। তাদের বিপক্ষে আমাদের মাঠে নামতে হবে। যেখানে জ্বালাও পোড়াও হবে সেখানেই প্রতিরোধ করতে হবে। আমাদের মাঠে ময়দানে মানুষের সঙ্গে মিশে ধ্বংস ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমাদের জ্বালাও-পোড়াও, খুনের রাজনীতির বিপক্ষে দাঁড়াতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমাদের কাজ করতে হবে। যারা আমাদের বাংলাদেশকে ধ্বংস করতে চাইবে তাদের প্রতিহত করা হবে।

বাহাউদ্দিন নাছিম বলেন, আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আজকে গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র হচ্ছে। বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে যারা হাত মিলিয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে সেই হত্যাকারীরা এখনও বাংলাদেশের বিরুদ্ধে ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে প্রতিটি মুহূর্তে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে যদি তার পরিবারের কেউ বেঁচে থাকে তিনি যদি বাংলার মানুষের কাছে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যায় তাহলে তার জায়গা হবে—এ কথাটি ভেবে জাতির পিতার পরিবারের সকলকে সেদিন নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। শুধুমাত্র বঙ্গবন্ধুরকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাহিরে থাকায় তারা বেঁচে গিয়েছিলেন। তারা যদি দেশে থাকতো তাহলে হয়তো একই ঘটনার শিকার হতেন।

তিনি আরও বলেন, জাতীয় ৪ নেতা জেল খানার ভিতরে হত্যা করা হয়। আমরা ভেবেছিলাম তাদের ওপর কোনো আঘাত আসবে না। খুনির দলেরা সে সুযোগ তাদের দেয়নি। আজকে তারা বেঁচে থাকলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে আজ যে রোল মডেল তা অনেক আগেই হতো।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD