সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: সরকারি বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূর করা সহ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার ( ২৪সেপ্টেম্বর) সকালে ১১টায় সিংগাইর উপজেলা পরিষদের সামনের সড়কে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার সিংগাইর এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আকরাম হোসেনের সভাপতিত্বে ও জামির্তা সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীনের সঞ্চালনায় মানববন্ধনে বন্তব্য রাখেন, শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সিংগাইর পাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বুক্কর সিদ্দিকি, গোবিন্দল ঘোনাপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার।
এছাড়া বক্তব্য রাখেন, ইসলামপুর নিবদিগন্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, খাসের চর মাহমুদিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সামসুদ্দিন, সিংগাইর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাও. দেলোয়ার হোসেন, চারিগ্রাম উচ্চ বিদ্যালিয়ের সহকারী শিক্ষক মুক্তার হোসেন, বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কুদ্দুস মোল্লা, তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঞ্জুরুল আলম, পারিল নুর মহসিন উচ্চ বিদ্যায়তনের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন।
মানববন্ধনে সিংগাইর উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।