সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

ব্যান্ডেজ পরিবর্তন করলে অজু ভেঙে যাবে?

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ ১১:০৬ am

অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন রকমের দুর্ঘটনায় আক্রান্ত হয় মানুষ। অনেক দুর্ঘটনার কারণে কাটাছেঁড়া, অপারেশন, ব্যান্ডেজসহ বিভিন্ন ধরনের চিকিৎসা নিতে হয়। এই অসুস্থতাগুলোর মাঝেও নামাজ পড়তে হয়। ফরজ ইবাতদ পালন করতে হয়। এই ইবাদতের জন্য অজু করতে হয়। অজু ছাড়া নামাজ হবে না।

আবার ব্যান্ডেজ ব্যবহার করলে তা খুলতে হয় চিকিৎসার প্রয়োজনে। এক্ষেত্রে নতুন করে অজু করতে হবে কিনা অনেকের মনে প্রশ্ন থাকে। যেমন একজন প্রশ্ন করে জানতে চেয়েছেন—

আমি একজন রাজমিস্ত্রি। কয়েকদিন আগে নির্মাণ কাজ করার সময় ইটের চাপ লেগে আমার বাম হাতে গুরুতর জখম হয়। ডাক্তার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছেন। আমি ব্যান্ডেজের উপর মাসেহ করে নামাজ পড়ি। তবে ডাক্তার বলেছেন, এক সপ্তাহ পর থেকে দিনে দুইবার ড্রেসিং করে নতুন ব্যান্ডেজ লাগাতে হবে। জানার বিষয় হল, ড্রেসিং করে নতুন ব্যান্ডেজ লাগালে কি ওজু নষ্ট হয়ে যাবে?

এ বিষয়ে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদদের মতামত হলো— ব্যান্ডেজের উপর মাসেহ করার পর তা খুলে নতুন ব্যান্ডেজ লাগানোর কারণে অজু বা মাসেহ নষ্ট হয় না। অবশ্য এই নতুন ব্যান্ডেজের উপর মাসেহ করে নেওয়া উত্তম।

তবে যদি ড্রেসিং করার সময় ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বা পুঁজ বের হয় তাহলে অজু ভেঙে যাবে। আর ক্ষত ভালো হওয়ার পর ব্যান্ডেজ খোলা হলে মাসেহ বাতিল হয়ে যায়। কিন্তু অজু নষ্ট হয় না। এক্ষেত্রে শুধু মাসেহের স্থান ধুয়ে নিলেই পূর্বের অজু বহাল থাকবে।

সূত্র: মাবসূত, সারাখসী ১/৭৪; শরহু মুখতাসারিত তাহাবী ১/৪৪২; বাদায়েউস সানায়ে ১/৯১; তাবয়ীনুল হাকায়েক ১/১৫৬; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৭৪

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD