মানিকগঞ্জ প্রতিনিধি: হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধলেশ্বরী নদীর উপর নির্মিত ভাষা শহীদ রফিক সেতুর টোল মওকুফের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ছাত্র জনতার ব্যানারে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে সিঙ্গাইরের বিন্নাডাঙ্গী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তেতুলঝুড়া মোর ঘুরে সেতুর টোল প্লাজায় এসে শেষ হয়। এসময় টোল প্লাজা ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত জনতা। মানিকগঞ্জ থেকে হেমায়েতপুরগামী এবং হেমায়েতপুর থেকে সিংগাইর- মানিকগঞ্জগামী যান চলাচল ঘণ্টা ব্যাপী বন্ধ থাকে।
পরে সেখানে টোল মওকুফ আন্দোলনের প্রধান সমন্বয়ক প্রকৌশলী আবু সায়েমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, খেলাফত মজলিশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন, হেফাজতে ইসলাম সিঙ্গাইর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব, ইসলামী আন্দোলন সিঙ্গাইর শাখার সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ খেলা মজলিশ সিঙ্গাইর শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বৈষামী বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা সমন্বয়ক ওমর ফারুক, সেতুর টোল মওকুফ আন্দোলনের সমন্বয়ক রমজান আলী ও মিজানুর রহমান প্রমুখ।
এতে অংশগ্রহণ করেন সিঙ্গাইর, হরিরামপুর ও সেতুর আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার সহাস্রাধিক ছাত্র জনতা।
উল্লেখ্য: ১৯৯৬ সালে বিএনপির শাসনামলে ধলেশ্বরী নদীতে ৩০৭ মিটার দৈর্ঘ ভাষা শহীদ রফিক সেতুর নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজ শেষে ২০০০ সালে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর থেকে সেতু থেকে টোল আদায় করা হচ্ছে।