সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

ভোটার তালিকা হালনাগাদের পরই নির্বাচন: ধর্ম উপদেষ্টা

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ৭:৫৭ pm

বর্তমান সরকার নির্বাচ‌নের‌ দি‌কে অগ্রসর হ‌চ্ছে। তাই নির্বাচন ক‌মিশন গঠন করা হ‌য়ে‌ছে। ভোটার তা‌লিকা হালনাগাদ ক‌রে প্রধান উপদেষ্টা নির্বাচ‌নের তা‌রিখ‌ ঘোষণা কর‌বেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খা‌লিদ হো‌সেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটিতে এক শিক্ষা সেমিনারে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা খা‌লিদ হো‌সেন বলেন, এদে‌শের জনগণ দীর্ঘদিন তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌তে পা‌রেনি। যার ভোট‌, সে যাতে দি‌তে পা‌রে সেই প‌রি‌বেশ তৈরি করা হ‌চ্ছে।

বৈষম‌্যহীন দুর্নী‌তিমুক্ত বাংলা‌দেশ গড়‌তে সবাইকে সহ‌যোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবন্ধীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তারা সমাজের বোঝা নয়। তাদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে। এ জাতীয় শিক্ষা তাদের স্বনির্ভর হতে বিশেষভাবে সহায়তা করবে। তারা সমাজে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবে।

সভায় এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, মাও. সালাউদ্দিন নানুপুরি, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান, মাও. জসিম উদ্দিন, মাও. হেলাল উদ্দিনসহ অনেকে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD