জসিম উদ্দিন সরকার, সিংগাইর, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকায় জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের প্রচার বহরে ব্যাপক ভীর লক্ষ করা গেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় পীর মাশায়েখদের সাথে মত বিনিময় সভায় যোগ দেয়ার আগে সিংগাইর থেকে ঝিটকা যাবার পথে তার প্রচারণা বহরে সাধারণ ভোটাররা ভীর জমায়। জনপ্রিয় কন্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমকে এক নজর দেখতে ছুটে আসেন শত শত মানুষ।
মমতাজ বেগম গাড়ির ছাদের ঢাকনা খুলে দাঁড়িয়ে সাধারণ মানুষদের দেখা দেন। দু’হাত তুলে ধীরে ধীরে সামনের দিকে আগ্রসর হন এবং তিনি সকলের কাছে দোয়া চান। এসময় জয় বাংলা জিতবে আবার নৌকা, শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন, মমতাজ বেগমের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন সহ আরো অন্যান্য স্লোগান দিতে থাকেন মমতাজ বেগমের বহরে যুক্ত হওয়া নেতাকর্মীরা।
ঝিটকা এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা নৌকার বিকল্প ভাবছেননা। এলাকাটিতে মমতাজ বেগম ব্যাপক উন্নয়ন করেছেন, তাই তারা মমতাজ বেগমকেই ফের মানিকগঞ্জ-২ আসনের এমপি হিসেবে দেখতে চান।
এরপর সন্ধ্যায় কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি ঝিটকার পীর মাশায়েখদের সাথে মত বিনিময় সভায় যোগ দেন। সেখানে তিনি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান। মত বিনিময় সভায় ঝিটকার সকল দরবার শরিফের পীর, আশেকান, ভক্তবৃন্দসহ সাধারণ ভোটাররা অংশ গ্রহন করেন।
এসময় সিংগাইরের পৌর মেয়র আবু নাঈম মোহাম্মদ বাসার সহ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।