শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

মরদেহ সংসদ সদস্যের কি না এখনো নিশ্চিত নয়: ডিবি

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: বুধবার, ২২ মে, ২০২৪ ১:২০ pm

নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের মরদেহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ এসেছে। তবে সংসদ সদস্যের মরদেহ কি-না তা এখনো নিশ্চিত নয়।

বুধবার (২২ মে) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান গোয়েন্দা-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরাও কাজ করছি। তবে গণমাধ্যমে সংবাদ এসেছে লাশ উদ্ধার বিষয়টি সঠিক নয়। এ বিষয়ে কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে এ ঘটনায় দুজনকে আটক করেছে ডিবি। তারা সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন। আটক হওয়া দুজনের মধ্যে একজনের নাম আমানুল্লাহ বলে ডিবি সূত্রে জানা গেছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD