জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ: মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর উপজেলা ও হাটিপাড়া, ভাড়ারিয়া, পুটাইল ইউনিয়ন) আসনে হেরে গেলেন তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) দেওয়ান জাহিদ আহমেদ টুলু এমপি নির্বাচিত হয়েছেন। ৬ হাজার ১৭১ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হন। রোববার (৭ জানুয়ারি) বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, মোট ১৯৩টি ভোটকেন্দ্রে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।