শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪০ পূর্বাহ্ন

মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, চিকিৎসক নিহত

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৪:০৯ pm

ভোলার লালমোহন উপজেলায় মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর সাড়ে ১১টায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের কাজল দের ছেলে হিল্লোল দে (৩০)। তিনি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক ও হাড় বিশেষজ্ঞ ছিলেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে হিল্লোল তার কুঞ্জের হাট বাসা থেকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোটরসাইকেল যোগে যাচ্ছিল। পরে মোটরসাইকেলটি ওই এলাকায় গিয়ে পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি জব্দ করেছে। কিন্তু চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD