রাষ্ট্রপতির প্রেসসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ১১ জুলাই ২০২৩ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেসসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে (রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় নিয়োগপ্রাপ্ত সচিব) তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ১১ জুলাই ২০২৩ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই পুনচুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।