শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:০২ অপরাহ্ন

লাখো হাজিতে মুখর আরাফাত ময়দান, দেখুন সরাসরি

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ১০:৩৩ am

লাব্বাইক আল্লাহুম্মাহ লাব্বাইক ধ্বনিতে আরাফাত ময়দানে উপস্থিত হয়েছেন লাখ লাখ হাজি। আরাফাতের মজজিদে নামিরাহতে মঙ্গলবার (২৭ জুন) একসঙ্গে নামাজ আদায় করেছেন তারা।

মসজিদ হারামাইন শরীফাইন (Haramain Sharifain) ফেসবুক পেজে ও সৌদির টিভি চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে হজের যাবতীয় কার্যক্রম। এছাড়া ইউটিউব চ্যানেলও দেখা যাবে পবিত্র হজ।

এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকেই বাসে করে আরাফাত ময়দানে উপস্থিত হওয়া শুরু করেন হাজিরা। এ সময় যানবাহনের দীর্ঘ সারি পরিলক্ষিত হয়। এছাড়া অনেককে ফজর নামাজ আদায়ের জন্য মসজিদে নামিরাহতে উপস্থিত হতে দেখা যায়। দিনের আলো ফোটার পর অনেককে পায়ে হেঁটেও আসতে থাকেন।

আজ মজজিদে নামিরাহতেই হজের খুতবা পাঠ করবেন শেখ ডক্টর ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ। এই মসজিদে যোহর এবং আসর নামাজেও ইমামতি করবেন তিনি।

মাগরিবের নামাজ শেষে হাজিরা যাবেন মুজদালিফায় এবং সেখানে খোলা আকাশের নিচে রাত্রী যাপন করবেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD