জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ: আমি সিংগাইর থানায় যোগদান করেছি অফিসার হিসেবে, শাসক হিসেবে নয়। সেবক হিসেবে সিংগাইরের মানুষের সেবা করে যেতে চাই। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পূর্ব মুহূর্তে সিংগাইর থানা মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে একথা বলেন সিংগাইর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম।
এসময় তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন ও এখনো যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সকলের সুস্থতা কামনা করেন।
সিংগাইরবাসীর উদ্দেশ্যে ওসি বলেন, আমার বিশ্বাস আমরা যদি এক সাথে কাজ করতে পারি, একটি নিরাপদ সিংগাইর উপহার দিতে পারব, যেন সারা দেশে মানুষ জানে যে সিংগাইরের মানুষ দেখিয়ে দিয়েছে যে আইন শৃংখলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। মানুষ জানবে যে কিভাবে একটি সুশৃংখল সমাজ গড়তে হয়, কিভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়।
তিনি বলেন, মসজিদের ভেতর যেমন ছোট বড় কোন ভেদাভেদ নেই, ঠিক থানার মধ্যেও কারো কোন ভেদাভেদ থাকবে না। ছোট বড়, দুর্বল ক্ষমতাধর সবাই সমান অধিকার পাবেন।
জাহিদুল ইসলাম বলেন, দেশটা আমাদের, আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ দেখতে চাই, আমরা নতুন ভাবেই এগিয়ে যাব। আমাদের ভুল থাকলে সেটাও আপনারা বলবেন। আমরা সফল হব ইনশা আল্লাহ।
পরিশেষে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, মো. জাহিদুল ইসলাম গত বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) রাতে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। শুক্রবার তিনি থানা মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এর আগে তিনি ঢাকা মেট্রো সিআইডির পরিদর্শক হিসেব কর্মরত ছিলেন।